নিজস্ব প্রতিবেদক »
নগরীর চান্দগাঁও থানার রাস্তার মাথায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদের ছেলে মো. মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন সিএমপির জনসংযোগ বিভাগের দায়িত্বরত মো. ইমরান।
পুলিশ জানায়, চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথার মোহরা পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় তল্লাশিকালে মো. মোরশেদ ও মো. করিম নামের দুই ব্যক্তি পুলিশের ওপর হামলা করে। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন চান্দগাঁও থানার এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের সামনে রাস্তার ওপর এএসআই অসিত নাথ ফোর্সসহ তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে উভয়ে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এরপর তারা দায়িত্বরত পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ঘটনায় জড়িত মোরশেদ ও করিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।