চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ পরিচালিত নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান ইপিআই কার্যক্রমে কভারেজ শতভাগ করার লক্ষ্যে চসিক এ কর্মরত সকল জোনাল মেডিক্যাল অফিসার, ইপিআই টেকনিশিয়ানদের নিয়ে ‘ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা’ গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোনাল মেডিক্যাল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন।
সভায় গত ৯ মাসের ইপিআই কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন এর মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সরওয়ার আলম, ইউনিসেফ এর ইপিআই কনসালটেন্ট ডা. এইচ এম আশরাফুজ্জামান।
সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ। প্রধান অতিথি বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের দিক-নির্দেশনায় নগরীর চিকিৎসা সেবা কাজে গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়। তারই লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ইপিআই কার্যক্রমকে শতভাগ নিশ্চিত করার নিমিত্তে সংশ্লিষ্ট জোনাল মেডিক্যাল অফিসারগণকে নির্দেশনা দিয়ে তিনি বলেন ৭টি ইপিআই জোনে টিকাদানের কভারেজ, ড্রপ আউট, রিপোর্টিং, সুপারভিশন কার্যক্রম এর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রত্যেক টিকাদান কেন্দ্রে টার্গেট অনুযায়ী টিকা প্রদানের বিষয় অবশ্যই সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে অতিরিক্ত সেশন ব্যবস্থা করা হবে। শেষে তিনি টিকাদানের কভারেজ শতভাগ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
মহানগর