সুপ্রভাত বিনোদন ডেস্ক »
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করছেন চরকি অরিজিনাল ফিল্ম। আর এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের দুইটি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। সিনেমা দুটি হচ্ছে- ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় মুক্তি পেয়েছে এই প্রজেক্টের প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
জানা গেছে, এই সিনেমা তিশা-ফারুকী দম্পতির জন্য অনেকগুলো ‘প্রথম’ এর একটি সমন্বয়। তিশার কথায়, ‘সন্তান হওয়ার পর আমার (তিশা) প্রথম কাজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। একজন লেখিকা হিসেবে আমার প্রথম লেখা। মেয়ে ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়। এক কথায় এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে আমাদের। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সিনেমাটির বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যেদিন আমরা “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” বানানোর জন্য যাত্রা শুরু করছিলাম। বা আসলেই কি ওই দিনই যাত্রা শুরু করছিলাম নাকি এই যাত্রা আরো অনেক আগ থেকেই শুরু? আজকে রাতে চরকিতে আসছে সিনেমাটি। মনের মধ্যে কি চলতেছে এটা ব্যাখ্যা করা মুশকিল। ফার্স্ট টাইম ফিল্মমেকারের উত্তেজনা টের পাচ্ছি।’
সিনেমাটি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি গণমাধ্যমকে বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টটা আমরা যখন ঘোষণা করি, তখন দর্শকের জন্য এটা অনেক বড় প্রতিশ্রুতি ছিল। সেখান থেকেই প্রথম সিনেমার প্রতি দর্শকের প্রত্যাশা যেমন বেশি, একই সঙ্গে আমাদের আয়োজনও বেশ বড়। এখন সিনেমা মুক্তির পর দর্শক সবকিছু বিবেচনা করবে। তবে আমি আশা করি, এই যে সব প্রথমের সম্মিলন হয়েছে এই সিনেমায়, সেটা দর্শকের জন্য চমকপ্রদ হবে।’
এতে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ প্রমুখ।