সুপ্রভাত ডেস্ক :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৯৫ জন। এনিয়ে মোট আক্রান্ত হলো ৫৫,১৪০ জন। দেশে বর্তমানে আক্রান্তের হার ২১.৫৪ শতাংশ।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ জন। এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৬ জন হলো। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের হার ১.৩৫ শতাংশ।
মোট ৫০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১২, ৫১০ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়। মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১৯ জন মারা গেছে। যারা মারা গেছেন তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন এবং বাসায় ৫ জন মারা গেছে। এছাড়া মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এক জনকে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে পাঠানো হয়েছে ৩৯৫ জনকে। এনিয়ে মোট ৬৪৯৮ জন আইসোলেশনে রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।