চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের নবনির্বাচিত ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপাচার্য অফিসে ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি প্রফেসর ড. সিরাজউদ্দোল্লা প্রমুখও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ফোরামের নব-নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, দপ্তর সম্পাদক সুমন দেব, অর্থ সম্পাদক মেহেরাজ হোসন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ এক শক্তিশালী প্লাটফর্ম উল্লেখ করে উপাচার্য বলেন, এই ফোরাম পূর্বে সাবেক নেতৃবৃন্দের হাত ধরে যে সুনাম অর্জন করে এসেছে সামনের দিনগুলোতে তা অব্যাহত থাকবে এবং বর্তমান নেতৃবৃন্দের সৃজনশীল ঐক্যবদ্ধ নেতৃত্বে তা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। তিনি নবনির্বাচিত ইকবাল-শিহাব-রাজেশ পরিষদের প্রত্যেক সদস্যকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি
মহানগর