চবি ভর্তি পরীক্ষায় ৮ নির্দেশনা

১৬ দিন ক্লাস বন্ধ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ শিক্ষার্থী।

আগামী ১৬ আগস্ট থেকে এ- ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ ভর্তিযুদ্ধ। ভর্তি পরীক্ষা চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ৮টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর বাংলানিউজের।

নির্দেশনা
প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত দুই কপি প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা/পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঋঢ-১০০ বা এর নিচে সাধারণ মানের (মেমরি অপশন ছাড়া) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, মেমোরিযুক্ত ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম বা যেকোনো ধরনের ডিভাইস সঙ্গে রাখা নিষেধ। এছাড়া বি-ইউনিট ও বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

চবি ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগত পরীক্ষার্থীদের সঙ্গে একের অধিক অভিভাবক আসতে পারবেন না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতের ন্যায় বিধিবদ্ধ নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করে অত্যন্ত গোপনীয়তা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রশ্নপত্র প্রণয়নসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে কারও অভিযোগ দৃষ্টিগোচর হলে তা ১ম ও ২য় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ন্যূনতম ১ ঘণ্টা আগে প্রমাণসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে। এ সময়ের পরে পরীক্ষা বা প্রশ্নপত্র সংক্রান্ত কোনও অভিযোগ গ্রহণ করা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যকোনও মাধ্যমে যেকোনও ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষায় কারও বিরুদ্ধে কোনও ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবেন।

পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে।

বরাবরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

১৬ আগস্ট দুই শিফটে এ-ইউনিট, ১৯ আগস্ট সি-ইউনিট, ২০ আগস্ট বি-ইউনিট, ২২ আগস্ট ডি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৬ দিন বন্ধ চবির ক্লাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে আগামী ১৪-২৫ আগস্ট সব ধরনের ক্লাস এবং অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

ঘোষণা অনুযায়ী ১২ দিন সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও ১২-১৩ এবং ২৬-২৭ আগস্ট শুক্র-শনিবার হওয়ায় আরও চার দিন বেশি ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার চবির অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১১ আগস্ট) স্নাতক প্রথমবর্ষ ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৮ম সভার সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম আগামী ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। এ ছাড়া ১৬-২৪ আগস্ট পর্যন্ত সকল বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে। তবে ১৪ এবং ২৫ আগস্ট পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।

শাটল ছুটবে প্রতিদিন ২২ বার
জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জারের শিল্পকর্মে সম্প্রতি রঙিন হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ভিন্ন রূপ দেখার সৌভাগ্য হবে এবার ভর্তি পরীক্ষার্থীদের।

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিদিন ১১ জোড়া শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে ২২ বার চলাচল করবে। গতকাল বহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া শাটল ট্রেনের নতুন শিডিউলের বিষয়টি নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষা চলাকালে শাটল ট্রেনের সময়সূচি

বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস
সকাল ৬টা, সাড়ে ৬টা, সাড়ে ৭টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, ১২টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, ৪টা এবং সর্বশেষ রাত সাড়ে ৮টায় শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেন।

ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন
সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে শাটলট্রেন।
আগামী ১৬ আগস্ট থেকে এ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা।