চবি প্রশাসনের পদত্যাগ দাবি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনকে আল্টিমেটাম দেয়ার সময়সীমা শেষ হওয়ার পরও কেউ পদত্যাগ করেননি। শুক্রবার (৯ জুলাই) দুপুরে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টদের পদত্যাগের জন্য আজ বেলা ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সমন্বয়ক রাসেল আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু পদত্যাগ না করায় ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা পদত্যাগের দাবি জানান।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এছাড়া পরবর্তী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।