চবি সংবাদদতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্নায় গোসল করতে গিয়ে রাকিবুল রশিদ জিসান নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়ির পাশের ঝর্নায় এ ঘটনা ঘটে।
সে চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থী।
জানা গেছে, সকাল ৭টা ৩০মিনিটের ট্রেনে তারা ৭ বন্ধু শহর থেকে ক্যাম্পাসে ঘুরতে আসে। ক্যাম্পাসের বিভিন্ন স্থান দেখা শেষে ১১টায় তারা ঝর্নায় আসে। একপর্যায়ে ১ জন ছাড়া বাকি ৬ জন গোসল করতে পানিতে নামে। হঠাৎ করেই সাথে থাকা জিসান স্রোতের সাথে তলিয়ে যায়। জিসান সাঁতার জানতো না।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সেকশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে স্থানীয় কিছু লোক জানায় বিশ্ববিদ্যালয়ের দুই পাহাড়ের মাঝের ঝুঁকিপূর্ণ ঝর্নায় একজন তলিয়ে গেছে। তাৎক্ষণিক হাটহাজারী ফায়ার সার্ভিসের প্রাইমারি ইউনিট পাঠিয়ে দেই। তারা দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঝর্নার ১৫ ফুটের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। বিভিন্ন পাথর থাকার কারণে লাশ বেশিদূর যেতে পারে নি।
চবি মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব জানান, মৃত অবস্থায় তাকে চবি মেডিক্যালে আনা হয়। বাবার কাছে হস্তান্তর ও অন্যান্য কার্যক্রমের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম জানান, এই ঝর্নাটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। এর আগেও এখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রবেশপথে সাবধান করে সাইনবোর্ডও লাগানো আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত যায় না। এরা বাইরের শিক্ষার্থী। ছেলেটির বাবাকে লাশ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১৩ জুলাই একই ঝর্নায় পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।