চবি সংবাদদাতা »
চবি ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. ফরিদুল আলম চৌধুরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে চবি অফিসার সমিতি।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন করেন তারা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনছুরকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব করা হয় গোপনীয় শাখার সহকারী রেজিস্ট্রার ফজলুল করিমকে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া ও অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার চৌধুরী জাবেদ।
মানববন্ধনের ব্যাপারে চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী বলেন, ‘কে ছাত্রলীগ, কে ছাত্রদল বা কে ছাত্রশিবির এগুলো আমাদের কাছে চিহ্নিত নেই। আমরা কোনো ছাত্র সংগঠনকে মারধরের অভিযোগে আমাদের প্রতিপক্ষ হিসেবে দাড় করাতে চাই না। প্রশাসন এদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় নিবে, এটাই আমাদের দাবি।
তিনি আরো বলেন, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া ছাড়াও চবি কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন মানববন্ধনে অংশ নিয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেছে’।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার চৌধুরী জাবেদ, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।


















































