চবি আসন স্থগিত শিক্ষার্থীদের হল গেটে অবস্থান কর্মসূচি

আসন স্থগিত হওয়া শহীদ ফরহাদ হোসেন হলের শিক্ষার্থীরা হল গেটে অবস্থান গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন ও অতীশ দীপঙ্কর হলের আসন স্থগিত হওয়া শিক্ষার্থীরা স্ব স্ব হল গেটে অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীরা ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হলের গেটে অবস্থান গ্রহণ করেন। রাত আনুমানিক পৌনে ৮ টায় হলগেটে তালা ঝুলিয়ে দেন ফরহাদ হোসেন হলের শিক্ষার্থীরা।

এর আগে তারা একইদিন বেলা ১১টায় চবি প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময়ে তারা ঘোষণা দেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যে প্রশাসন তাদের এ সমস্যার সমাধান না করলে নিজ ব্যবস্থায় হলে উঠে যাবেন। পরে দ্বিতীয় দফায় তারা প্রশাসনকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেন। কিন্তু এরমধ্যেও কোন সমাধান না পাওয়ায় স্থগিত আসনের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে হলগেটে অবস্থান গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা এই সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করছি। এখন শিক্ষার্থীরা যদি আমাদের কথা না শুনে নিজে থেকে হলে উঠে যান তাহলে আমাদের কি করার আছে?’

ক্যাপশন ; আসন স্থগিত হওয়া শহীদ ফরহাদ হোসেন হলের শিক্ষার্থীরা হল গেটে অবস্থান গ্রহণ করেন।