সুপ্রভাত ডেস্ক »
বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছিল বর্ষবরণের আয়োজন। লোকজ ঐতিহ্য তুলে ধরতে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পুতুল নাচ, বৌচি ও কাবাডি খেলা।
পরে বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এদিকে, বেলা গড়াতেই চবির পহেলা বৈশাখের আয়োজন রূপ নিয়েছে উৎসবে। লাল-সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার মানুষের অংশগ্রহণ বৈশাখ আয়োজনকে অন্যমাত্রায় নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বাংলানিউজকে বলেন, নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে সাদা পোশাকের পুলিশ। সন্ধ্যার আগেই নববর্ষের আয়োজন শেষ করার নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময়েই আমাদের এ আয়োজন শেষ হবে।