বিশ^ব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে দুর্যোগকালীন সময়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি সামাল দেয়ার লক্ষ্যে গঠিত ‘ইমারজেন্সি রেসপন্স টিম’-এর জরুরি সভা আজ ২ জুন সকাল সাড়ে ১১টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির প্রধান পরামর্শক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পরামর্শক্রমে কমিটির আহ্বায়ক চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় কমিটির সদস্য-সচিব চবি চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং চবি মেডিক্যাল অফিসারবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, প্রধান প্রকৌশলী, হিসাব নিয়ামক, নিরাপত্তা প্রধান, চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক, কর্মচারী সমিতির সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ-চবি শাখার সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গঠিত কমিটির সদস্যবৃন্দ বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পরিস্থিতি মোকাবিলায় তাদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। সভায় সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কমিটির কর্মপরিধি সম্প্রসারণ, দুর্যোগকালীন সময়ে কমিটির করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি
মহানগর