নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চন্দনাইশে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে চন্দনাইশ স্পোটিং ক্লাবকে পরাজিত করে চন্দনাইশ পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
গতকাল ২২ মে সকালে উপজেলার কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালকদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মো. মামুন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক।
চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া, কুতুব উদ্দীন হাসান, জহির উদ্দীন হিরু, মো. রিয়াদ, আকতার হোসেন, সাংবাদিক আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাঈন উদ্দীন, আরফাত হোসেন, মিশকাত হোসেন দিপু, মো. সোহেল উপস্থিত ছিলেন।



















































