চন্দনাইশে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের চন্দনাইশে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মুক্তা আক্তার (২৬)।

রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পলিয়ার পাড়ার নদ্দিয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. পারভেজ (৩৬) ও শাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূ মুক্তা আক্তার উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর গ্রামের ভান্ডারী পাড়ার নাছির উদ্দিনের মেয়ে। ৬ বছর আগে পারিবারিকভাবে মুক্তা ও পারভেজের বিয়ে হয়।

নিহতের বাবা নাছির উদ্দিন জানান, আড়াই বছরের নাতির কথা ভেবে মেয়ের ওপর চলা নির্যাতন ও অবিচারগুলো মুখ বুঝে সহ্য করেছি। জামাইয়ের চাহিদা মতো টাকাও দিয়েছি। সম্প্রতি মেয়ের জামাই বিদেশ থেকে এসে আবারও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মেয়ের জামাই ও শাশুড়ি মিলে আমার মেয়েকে ব্যাপক মারধর করে। এর আগে সে তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অনেকবার চলে আসতে চেয়েছে। নাতির কথা বলে তাকে প্রতিবারই শান্তনা দিয়েছি। অবশেষে তারা আমার তিনমাসের অন্তঃসত্ত্বা মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করলো।

এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুক্তা আক্তারের বাবা নাসির উদ্দীন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।