সুপ্রভাত ডেস্ক »
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা–কর্মচারীদের কলমবিরতি কর্মসূচি চতুর্থ দিনে গড়ালো। এর বিরূপ প্রভাব পড়েছে আমদানি বাণিজ্যসহ রাজস্ব আহরণে। ফলে স্থবির হয়ে আছে কাস্টমস ও রাজস্ব আদায়। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয়েও সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেলে
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মসূচি পালন করছে। নেতারা বলছেন, রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার প্রয়োজন।বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বৈঠকের কথা রয়েছে।


















































