নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এম গিয়াস উদ্দিন অভিযোগ করেন, ‘সকাল সাড়ে ৮টার মধ্যেই তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সেই নির্বাচন নিয়ে বেশিদূর যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি ভোট বর্জন করতাম। কিন্তু আমার ভোটারদের কথা চিন্তা করে নির্বাচনের শেষ অবধি ছিলাম। তবে আমি প্রশাসনের উদাসীনতা দেখে খুবই হতাশ।’ তিনি এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
গতকাল সোমবার দুপুরে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের বিরুদ্ধে। তিনি জানান, নৌকার প্রার্থীর লোকজন ঈগল প্রতীকের এজেন্টকে মেরে কেন্দ্র থেকে বের করে ভোটকেন্দ্র দখল করেছে। তিনি এ অভিযোগ নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান।
তিনি বলেন, ‘আমার ২৭ এজেন্টকে মারধর করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়। ভোটার ও কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনারের প্রতি আমার আকুল আবেদন, এই নির্বাচন আপনি বাতিল করে পুনরায় নির্বাচন দিন।’
গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোরশেদ এলিট বলেন, ‘ভোট দিতে বাধা দেওয়ার এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন যেন দেওয়া হয়। তাহলে মিরসরাইয়ের জনগণের কাছে সরকারের ভাবমূর্তি অনেক বেড়ে যাবে।’
সংবাদ সম্মেলনে আরও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, নির্বাচনী উপদেষ্টা নুরুল আলম প্রমুখ।