নিজস্ব প্রতিবেদক »
আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলমের কর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ দুই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (রোববার) সকাল ৯ টার দিকে খুলশীস্থ পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সংঘর্ষ ও গোলাগুলির পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে। কেন্দ্রের বাইরে জটলা করে মানুষ ঘোরাফেরা করছে। তবে কেন্দ্রের ভেতরেও ভোটারদের উপস্থিতি কম। তবে ঘটনার পরপরই ভোটকেন্দ্রের বাইরে পুলিশ বিজিবি ও র্যাবের সরব উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শী সেলিম জানান, ফুলকপি ও নৌকার লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে তা গোলাগুলি পর্যন্ত গড়ায়। এতে দুইজন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. আশেক বলেন, পাহাড়তলী কলেজের বাইরে গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে শান্ত বড়ুয়া (৩০) মো. জামাল (৩২) নামে দুইজন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, ‘কেন্দ্রের ভেতর কোনো ধরনের ঝামেলা হয়নি। যা হয়েছে তা কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে একজন আহত হয়েছেন। পুলিশ সদস্য মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
একই প্রসঙ্গে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিজাইডিং অফিসার মো.মিজান উদ্দীন খান বলেন, ‘যে ঘটনা ঘটেছে তা কেন্দ্রের বাইরে। প্রথম দুই ঘণ্টায় পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩০৬ টি। এই কলেজের চারটি কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।’