নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর মুস্তফা কামরুল আখতার। তিনি বর্তমানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে রয়েছেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
দীর্ঘদিন ধরে শূন্য ছিল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদ। প্রফেসর প্রদীপ চক্রবর্তী অবসরে যাওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। এতোদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম। এদিকে এ সময়ের মধ্যে শিক্ষাবোর্ডে অনেক ঘটনার জন্ম হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অঘটন, তদন্ত কমিটি গঠন, রিপোর্ট প্রদান, কারণ দর্শানো নোটিশসহ অনেক ঘটনা ঘটেছে। সর্বশেষ ইফতার মাহফিলে অপ্রীতিকর ঘটনার কারণে দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। সব মিলিয়ে বোর্ডে এখন চরম অস্থিতিশীল পরিবেশ।
এই পরিবেশ তিনি কিভাবে সামাল দেন তাই দেখার বিষয়। প্রফেসর কামরুল আখতার ১৯৯৩ সালে বিসিএসের মাধ্যমে স্যার আশুতোষ কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবনের দীর্ঘ সময় চট্টগ্রাম কলেজে কাটিয়েছেন। ১৯৯৪ সালে চট্টগ্রাম কলেজে বদলি হয়ে আসার পর ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারি সিটি কলেজে বদলি হন। তারপর থেকে সিটি কলেজে অধ্যাপনা করে আসছেন।