চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের প্রতিশ্রুতিশীল সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঝুপড়ির ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১০ জুলাই চট্টগ্রাম নগরীর ষোলশহরের ঝুপড়ি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যারা চট্টগ্রাম শহরে নেই বা করোনার কারণে আসতে পারেননি তারা ইমেইলে ভোট প্রদান করেন। যারা ঝুপড়ির পরিচালক নির্বাচিত হয়েছেন তারা হলেন, নুরুল আলম (মার্কেটিং, স্ট্যান্ডার্ড ব্যাংক ), মো. ইদ্রিস আতিক (ইতিহাস, পিএইচপি গ্রুপ), মো. ইসমাইল (অর্থনীতি, ডাচ বাংলা ব্যাংক), হাসান উদ্দিন (মার্কেটিং, ব্যবস্থাপক, সেলস এন্ড মাকের্টিং, মোবিল যমুনা), জাবেরুস সালেহীন (ইতিহাস, কৃষি ব্যাংক), রাশেদুল আলম (মার্কেটিং, হেড অব মার্কেটিং, আরএফএল), ওম প্রকাশ ধর (মার্কেটিং, বাংলাদেশ ব্যাংক), শান্তনু চৌধুরী (দর্শন, বার্তা সম্পাদক, সময় টেলিভিশন), কাজী মাসুদুল হক (ইংরেজি, সাউথইস্ট ব্যাংক), সুপর্ণা বড়–য়া (রাজনীতি বিজ্ঞান, এনআরবিসি ব্যাংক), মাহমুদা বেগম সোনিয়া (ইংরেজি, এএসপি, বাংলাদেশ পুলিশ), মহুয়া মহাজন (ইতিহাস, শিক্ষিকা), সাকিয়া সুলতানা (দর্শন, আর্টসি কেক)।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন বিগত সময়গুলোতে বস্ত্র, খাদ্য, শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। করোনাকালে প্রায় হাজার মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া, নি¤œ ও মধ্যবিত্তদের সার্বিক আর্থিক সহযোগিতা করেছে। আগামীতে আরো বেশ কয়েকটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সংগঠনটি। বিজ্ঞপ্তি
মহানগর