চট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারী খুনের মামলায় রিমান্ডে প্রধান আসামি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামি রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১২ ডিসেম্বর পতেঙ্গা লিংক রোড থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী উসমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেঘল ইউনিয়নের রুহুল্লাহ গ্রামের মো. শাহ আলম সিকদারের ছেলে।

ঘটনার দিনই বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল ও মো. আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বাদল মজুমদারকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ভুক্তভোগীর ভাই এমরান সিকদারের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় আদালতে ইব্রাহিম খলিল হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে টাকা পাচার নিয়ে বিরোধে মারধরের একপর্যায়ে ওসমান মারা যায় বলে জানানো হয়।