চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে    

শপথ গ্রহণ শেষে বললেন ডা. শাহাদাত হোসেন

ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সদ্য শপথ গ্রহণকারী বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। যদি চট্টগ্রাম শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়- বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আজ (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘শপথ নেয়া নতুন মেয়রের প্রতি চট্টগ্রামের মানুষের প্রত্যাশা অনেক। একটি আধুনিক চট্টগ্রাম গঠনে নতুন মেয়র কাজ করবেন এটাই প্রত্যাশা। চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে, যারা  মেয়রের  নেতৃত্বে কাজ করবেন।’ আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের মেয়াদ ঠিক হবে বলে জানান তিনি।

ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন,  অর্থনৈতিক দিক দিয়ে চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তবে এখনও চট্টগ্রামের পর্যটন খাত অবহেলিত। বাংলাদেশকে বাঁচাতে হলে বাজেট বাড়িয়ে চট্টগ্রামের অবকাঠামো নির্মাণ করতে হবে।

তিনি বলেন, ‘চট্টগ্রামের রাস্তাঘাটের বেহাল দশা। চট্টগ্রামের মূল সমস্যা জলাবদ্ধতা। আমি অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পনামাফিক চট্টগ্রামের উন্নয়নে কাজ করবো। গ্রীণ সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি- এসব আমার নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাব।’