চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে শুক্রবার ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ছাত্রছাত্রীদের খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ শেষে গতকাল সার্টিফিকেট প্রদান করা হয়। হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ও বিভাগীয় প্রধান (খাদ্য ও পুষ্টি) হাসিনা আকতার লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী । অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী পুষ্টির গুরুত্ব অনুধাবন করেই প্রতিটি সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশন বিষয়টাকে রাখার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সরকার যদি খাদ্য ও পুষ্টি বিষয়ে বিসিএস চালু করে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিসিএস ক্যাডারের পুষ্টিবিদ নিয়োগ দেন তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন ডা. নওশাদ আজগার চৌধুরী, অতিথি ছিলেন ডা. সুমন রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি