চট্টগ্রাম টেস্টেও জয়ে আত্মবিশ্বাসী কারান

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। সিলেট টেস্টে বাংলাদেশের চোখে চোখ রেখে লড়াই করেছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত জিতে নিয়েছে ম্যাচটাও। এবার চট্টগ্রাম টেস্টেও জেতার ব্যাপারে দারুণ আশাবাদী জিম্বাবুয়ে দল। আগামীকাল ২৮ এপ্রিল চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্ট উপলক্ষে চলছে অনুশীলন ও প্রস্তুতি। অনুশীলন শেষে গতকাল (২৬ এপ্রিল) জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন বেন কারান। সিলেট টেস্ট জিতে দারুণ আত্মবিশ্বাসী কারান চট্টগ্রামেও হারাতে চান বাংলাদেশকে। কারান বলেছেন, ‘(বাংলাদেশকে হারাতে) সবসময়ই আত্মবিশ্বাসী। আমরা চেষ্টা করে যাব নিজেদের প্রক্রিয়া সঠিকভাবে চালানোর, নিজেদের সঠিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব। কন্ডিশন সিলেটের চেয়ে ভিন্ন হবে এখানে, ফলে আমাদের মানিয়ে নিতে হবে এবং দ্রুত মানিয়ে নিতে হবে। ভিন্ন চ্যালেঞ্জ এখানে। ফলে মুখিয়ে আছি সেসবের জন্য।’
তবে বাংলাদেশও যে ছেড়ে কথা বলবে না তাও ভালো করেই জানা আছে কারানের। তিনি বলেছেন, ‘অবশ্যই প্রত্যাশা করছি বাংলাদেশ আমাদের উপর চড়াও হবে। একদমই আশা করছি না যে এটা খুব সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের সপ্তাহে আশা করি গত ম্যাচের মত করেই পারফরম্যান্স দেখাতে পারব আমরা।’
এছাড়া জিম্বাবুয়ের এমন বিখ্যাত জয় ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার দুয়ার খুলে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে কারান বলেছেন, ‘হ্যাঁ আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ আছে। ফলে আমরা এসব জায়গার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। ঘরোয়া ক্রিকেট থেকে অনেক ছেলে উঠে আসছে আমাদের। নিজেদের কাজটা ঠিকভাবে করে যেতে চাই আমরা, পরের টেস্টেও।’
এছাড়া বাংলাদেশ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সিলেটে পাওয়া জয় সেখানে বাড়তি আত্মবিশ্বাস দেবে কিনা এমন প্রশ্নের জবাবে কারান বলেছেন, ‘অবশ্যই জয় সবসময়ই আপনাকে আত্মবিশ্বাস দেবে। সিলেট টেস্ট থেকে আমরা সবাই শিক্ষা নিয়েছি। আলাদা করে সবাই নিজেদের ব্যাপারেও অনেক কিছু শিখেছে।’
নিজের দুই ভাই স্যাম কারান এবং টম কারান খেলছেন আইপিএল এবং পিএসএলে। সেখানের খেলা দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে বেন কারান জানিয়েছেন, ‘হ্যাঁ। গত রাতেও দেখছিলাম (আইপিএল এবং পিএসএল), দারুণ (টুর্নামেন্ট)।’
নিজের জিম্বাবুয়ের জার্সিতে খেলার ব্যাপারে কারান বলেন, ‘অবশ্যই, এটা আমার জন্য একটা অর্জন। দারুণ কিছু স্মৃতি আছে জিম্বাবুয়ে দলের হয়ে। আমি কেবল চেষ্টা করে যাচ্ছি জিম্বাবুয়ের হয়ে আমার সেরাটা দিয়ে যাওয়ার এবং উপভোগ করার।’
চট্টগ্রাম টেস্টের পিচ নিয়ে বেন কারান জানিয়েছেন, ‘পিচ কাভারে ঢাকা ছিল। তাই দেখতে পারিনি (হাসি)। তবে এটা অনেক ভিন্ন ধরনের হবে তা নিশ্চিত। আগে অনেকে খেলেছে এখানে। দ্রুত মানিয়ে নিতে হবে আমাদেরকে।’