চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার এসএস খালেদ সড়কের ইউরেকা ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে— সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। বিস্তারিত পরে জানাতে পারব।