চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে দুটি ডায়ালাইসিস মেশিন দিলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দুস্থ রোগীদের সেবার জন্য আজ ২১ জুলাই (মঙ্গলবার) সিএসই প্রধান কার্যালয়ে মেশিন দুটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এতে অনলাইন মিটিংয়ের মাধ্যমে সিএসই’র বোর্ড সদস্যগণ অংশগ্রহণ করেন।
এর আগে ২০১৪ সালেও দুটি ডায়ালাইসিস মেশিন দিয়েছিল সিএসই।
অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. ইমরান বিন ইউনুস উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ড. এমএ কাসেম, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, ইসি মেম্বার মোহাম্মদ শাহজাহান, মাহফুজুল হক, ওমর আলি ফয়সাল, শাহ আলম বাবলু, সিএসই’র চিফ রেগুলেটরি অফিসার মো. শামসুর রহমান প্রমুখ।
অনলাইনে আরো অংশগ্রহণ করেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মইনুল ইসলাম মাহমুদ, সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, পরিচালক এসএম সালামত উল্লাহ ভূঁইয়া, এমএ মালেক, মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং শাহজাদা মাহমুদ চৌধুরী। বিজ্ঞপ্তি