চট্টগ্রামে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার

সুপ্রভাত ডেস্ক »

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। যেটি গত ৫ বছরে সর্বনিম্ন। এর আগে ২০২৪ সালের পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ছিল ৮৭ দশমিক ৫৩ এবং ২০২১ সালে ছিল ৯১ দশমিক ১২ শতাংশ।

এবার  পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গতবারের চেয়ে ২ শতাংশ কমেছে৷ ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।

ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।

২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগেরবার অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।