নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ছয়জন। এরমধ্যে নগরীতে দুইজন এবং উপজেলায় চারজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৯ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৫৩৭ জন।
শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১১ টি ল্যাবে ১ হাজার ৬৭৩ নমুনায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ০৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১২১ জন এবং উপজেলায় ১৪৮ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭১ হাজার ৭৫৫ জন এবং উপজেলায় ২৬ হাজার ৭৮২ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৫৩৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে দুইজন এবং উপজেলায় চারজন সহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে নগরীরে ৬৮২ জন এবং উপজেলায় ৫২৭ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৯ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬৪ নমুনার মধ্যে ৮০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৮ নমুনায় ৪৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৪৯ নমুনায় ২৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৮ নমুনায় ৪৭ জন, এন্টিজেন টেস্টে ১৩৯ নমুনায় ১৫ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ নমুনায় ৬ জন, শেভরণে ১৮৭ নমুনায় ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৫ নমুনায় ১০ জন, আরটিআরএল ল্যাবে ১২ নমুনায় ৮ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ নমুনায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।