নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন তিনজন। এরমধ্যে নগরীতে একজন এবং উপজেলায় দুইজন । এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৯৬ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ হাজার ৯৬২ জন।
বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১০ টি ল্যাবে ১ হাজার ৬৬৮ নমুনায় আক্রান্ত হয়েছেন ২৯২ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৭ দশমিক ৫০ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৪৩ জন এবং উপজেলায় ১৪৯ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭১ হাজার ৪৬৮ জন এবং উপজেলায় ২৬ হাজার ৪৯৪ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ হাজার ৯৬২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে একজন এবং উপজেলায় দুইজন সহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন তিনজন। এ নিয়ে নগরীরে ৬৭৬ জন এবং উপজেলায় ৫২০ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৯৬ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬৫ নমুনার মধ্যে ৮০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৮ নমুনায় ৫৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৭ নমুনায় ৪৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪২ নমুনায় ৫০ জন, এন্টিজেন টেস্টে ১১৮ নমুনায় ১৭ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৬৪ নমুনায় ১৩ জন, শেভরণে ১৭১ নমুনায় একজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩ নমুনায় ১২ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮ নমুনায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।
তবে এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং আরটিআরএল ল্যাবে কোন নমুনা পরীক্ষা করা হয়নি।