নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন পাঁচজন। এর মধ্যে নগরীতে তিনজন এবং উপজেলায় দুইজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩৭ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ৬২৬ জন।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১১ টি ল্যাবে ১ হাজার ১৫৫ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৮৯ জন এবং উপজেলায় ৫১ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৭২ হাজার ৪২৩ জন এবং উপজেলায় ২৭ হাজার ২০৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ হাজার ৬২৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে তিনজন এবং উপজেলায় দুইজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে নগরীতে ৬৯২ জন এবং উপজেলায় ৫৪৫ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩৭ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৯৪ নমুনার মধ্যে ৭০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৫ নমুনায় ২৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪ নমুনায় ৩ জন, এন্টিজেন টেস্টে ৫৬ নমুনায় ৯ জন, ইমপেরিয়ালে ১০৩ নমুনায় ৬ জন, শেভরণে ২৩২ নমুনায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬ নমুনায় ৫ জন, আরটিআরএল ল্যাবে ৮ নমুনায় ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৪ নমুনায় ১৪ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ নমুনায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে নমুনাটিতে করোনার অস্তিত্ব মেলেনি।