নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। গতকাল শতকরা হিসাবে সংক্রমণের হার ছিল ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকার ৯১৯টি এবং উপজেলায় পর্যায়ে ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৩৪৬ জন মারা গেছেন। এর মধ্যে মহানগরে ৭২৮ জন এবং উপজেলায় পর্যায়ে ৬১৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফটিকছড়িতে সর্বোচ্চ ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, লোহাগড়া উপজেলায় ১৮ জন, সাতকানিয়ায় ১৬ জন, বাঁশখালীতে ১৩ জন, আনোয়ারায় ৩০ জন, চন্দনাইশে ২১ জন, পটিয়ায় ৩৮ জন, বোয়ালখালীতে ৩৪ জন, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ৪০ জন, হাটহাজারীতে ৫০ জন, সীতাকুণ্ডে ১৭ জন, মীরসরাইয়ে ৪০ জন এবং সন্দ্বীপ উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।