নিজস্ব প্রতিবেদক »
‘হার্ট রোগ একটি জটিল রোগ। অন্যান্য রোগ অল্প সময় অপেক্ষা করে চিকিৎসা চালিয়ে নেওয়া যায়। কিন্তু হার্ট রোগের বেলায় তার উল্টো। অপেক্ষা করার উপায় নেই। সে যত বিত্তশালীই হোক না কেন। চট্টগ্রাম হার্ট রোগীদের সুবিধার্থে সবার সহযোগিতায় গড়ে তোলা হবে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল।’
শনিবার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন পরিচালনা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
তিনি আরও বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে ঘরের দুয়ারে হাসপাতাল থাকা জরুরি। সেটার জন্যই আমাদের এই উদ্যোগ। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হবে হাসপাতাল। সেখানে নির্বিশেষে রোগীরা চিকিৎসা নিতে পারবে। আর ঢাকা-বিদেশ পাড়ি দিতে হবেনা। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হার্ট হাসপাতাল হবে। এটা খুবই ভালো উদ্যোগ। হাসপাতাল গড়তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনাকালে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা অনস্বীকার্য়। চিকিৎসা থেকে শুরু করে যন্ত্রপাতি নিয়ে এগিয়ে এসেছে। এছাড়া বিত্তশালীদের সহযোগিতায় অসংখ্য নিম্নবিত্তদের সাহায্য করা হয়। তাই মনে করি, হার্ট হাসপাতাল গড়তেও এগিয়ে আসবেন। এটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে। দেশ-বিদেশ থেকে রোগীরা চিকিৎসা নিতে আসবে চট্টগ্রামে।
হাসপাতাল গড়তে সার্বিক সহোযোগিতার আশ্বাস প্রদানও করেন তিনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুব আলম, মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক আ জ ম নাছির উদ্দীন, চিকিৎসক এবং ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।