সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের ভূজপুর থানায় দায়ের করা শিশুধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কাশেম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব মুসলিমপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম মোজাফফর হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে গত ২১ জুলাই ভূজপুর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবুল কাশেম প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।