চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে আটকে পড়ে হজ ফ্লাইট, ১ টি আন্তর্জাতিক এবং ৩ টি অভ্যন্তরীণ ফ্লাইট-এ বিলম্ব

সুপ্রভাত ডেস্ক »

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল।

শনিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৩৮) অবতরণের পর এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ৩৮৭ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেমের ফ্লাইট ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ফ্লাইটে ৩৮৭ জন হজযাত্রী ছিলেন।

চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম এক বার্তায় জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৩৮ মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করার পরে রানওয়ের শেষ মাথা আটকে যায়। বাংলাদেশ বিমানের জিইসি টিম পুশ কার্ট দিয়ে সামনের চাকা টেনে ঠিক করে দিলে পরবর্তী সময়ে বিমান ইঞ্জিন স্টার্ট করে বে-তে চলে আসে। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দরে উড্ডয়ন ও অবতরণ পুনরায়  চালু করা হলো।

এদিকে, শাহ আমানত বিমান বন্দরের জনসংযোগ বিভাগহ সূত্রে জানা গেছে, এদিকে, শাহ আমানত বিমান বন্দরের জনসংযোগ বিভাগহ সূত্রে জানা গেছে, রানওয়ে ২ ঘন্টা বন্ধ থাকায় ১ টি আন্তর্জাতিক এবং ৩ টি অভ্যন্তরীণ ফ্লাইট এর সময় বিলম্বিত হয়েছে।

সালাম এয়ারের মাস্কাট গামী ফ্লাইট-402 ৩ঘন্টা ৮ মিনিট বিলম্বে  ১১:৫৩ তে মাস্কাটের উদ্দেশ্যে অত্র বিমানবন্দর ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG 612 ঢাকার উদ্দেশ্যে ৪৭ মিনিট বিলম্বে ৯:৫৭ তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঢাকা থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS 105 (ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ০৯:৩০) এবং এয়ার আস্ট্রার ফ্লাইট 415 (ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ১০:৩০) বিলম্বে যাত্রা করে এখনো চট্রগ্রাম এসে পৌছে নাই।