নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি গতকাল চট্টগ্রামে বিভিন্ন মাজার শরিফ জিয়ারত করেন। তিনি হযরত শাহ আমানত খান (রহ.), হযরত খাজা গরিব উল্লাহ শাহ (রহ.) এবং আনোয়ারার শাহ মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরিফ জিয়ারত করেন এবং দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন।
এ সময় ডা. সেলিনা হায়াৎ আইভির সঙ্গে ছিলেন শাহ সূফি এয়াকুব মাস্তান মামা আল চিশ্তী, মোহাম্মদ আবু সুফিয়ান, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুছা কাদেরী, শাহজাদা কফিল উদ্দিন কফিল প্রমুখ।
এসময় ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, আউলিয়ায়ে কেরামের দরবার আমাদের আধ্যাত্মিক ঠিকানা। তাঁদের সান্নিধ্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। তিনি দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের সাফল্য কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। বিজ্ঞপ্তি


















































