চট্টগ্রামে বিপিএল কনসার্ট কাল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

ঢাকা ও সিলেটের পর আগামীকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএল উপলক্ষে তরুন্যের উৎসব শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেলে শুরু হবে এই কনসার্ট। এই কনসার্টে গান পরিবেশন করবে হাবিব ওয়াহিদ, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস, মুঝা, সঞ্জয়, এভয়েডরাফা। কনসার্টের টিকিটের তিনটি ক্যাটাগরি করা হয়েছে। প্লাটিনাম টিকিটের দাম রাখা হয়েছে ৪০০০ টাকা, গোল্ড ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। গতকল থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে টিকিট বিক্রি। কাল দুপুর আড়াইটায় গেইট খোলা হবে। গেইট বন্ধ করা হবে বিকেল ৫ টায়। এ উপলক্ষে গতকাল দুপুরে সিজেকেএস সম্মেলন কক্ষে কনসার্ট উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। এতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল খালেদ উপস্থিত ছিলেন। সভায় সিটি মেয়র বলেন চট্টগ্রামে এই কনসার্ট যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হবে। তিনি সবাইকে শৃংখলা বজায় রাখার আহবান জানান। বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু বলেন ঢাকা এবং সিলেটে সফল আয়োজনের পর চট্টগ্রামে এই কনসার্ট বিপিএলের প্রচারেও বড় ভুমিকা পালন করবে। তিনি বলেন চট্টগ্রাম সবসময় এগিয়ে থাকে। আমরা সবাই যে যার যার জায়গা থেকে এই কনসার্টকে সফল করার চেষ্টা করব। কনসার্টে ব্যাগ, পানির বোতল, ক্যামেরা, পতাকা, লাঠি, মাদক, এসব নিয়ে প্রবেশ করা যাবে না। রাত ১১ টা পর্যন্ত চলবে কনসার্ট। কনসার্ট চলাকালে স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, বিসিবির সিকিউরিটির সদস্যরা।