চট্টগ্রামে বিনিয়োগ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি

বার্ষিক সভায় চেম্বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক »

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২২ সালের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির অর্থবছরের প্রতিবেদনসহ বিভিন্ন কর্মকা- তুলে ধরা হয়। পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে চিটাগং চেম্বারের কার্যক্রমগুলো উল্লেখ করা হয়। সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

সাধারণ সভায় চিটাগং চেম্বারের বছরব্যাপী করা উল্লেখযোগ্য কর্মকা-গুলো উপস্থাপন করা হয়। এতে চট্টগ্রামে বাণিজ্য প্রসারে সরকারি-বেসরকারিসহ বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে হওয়া আলাপগুলো তুলে ধরা হয়। সভায় মাহবুবুল আলম বলেন, ‘দেশের অর্থনীতির টেকসই অবকাঠামো বিনির্মাণে চট্টগ্রামে বিনিয়োগ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। সরকারও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। সরকারের আন্তরিক ভূমিকা ছাড়া এ কাজগুলো এতো দ্রুত হতো না। চট্টগ্রাম বন্দরের ক্ষমতা বাড়ানো হচ্ছে। কয়েকটি ইকোনোমিক জোন করা হচ্ছে। দেশি ও বিদেশি বড় বড় প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হচ্ছে। এতে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।’

সভায় ২০২১-২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ১ জুলাই ২০২১ হইতে ৩০ জুন ২০২২ সালের সমাপ্ত অর্থ বছর ও ১ জুলাই ২০২২ হইতে ৩১ অক্টোবর ২০২২ সাল পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়। এ সময় চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি, চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), বেনাজির চৌধুরী নিশান, মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও পরিচালকম-লী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দসহ চেম্বার সদস্যগণ উপস্থিত ছিলেন।