নিজস্ব প্রতিবেদক <<
সারাদেশ টিকাদান কর্মসূচির অষ্টম সপ্তাহে গতকাল শনিবার চট্টগ্রামে টিকা নিয়েছেন ১ হাজার ৭৬৬ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৪ লাখ ৩০ হাজার ২৭৪ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ৩৯ হাজার ৮০৩ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৯০ হাজার ৪৭১ জন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছে ৫ লাখ ১৬ হাজার ৯৯৩ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৮২ হাজার ১৩১ জন এবং উপজেলায় ২ লাখ ৩৪ হাজার ৮৬২ জন। গতকাল শনিবার চট্টগ্রামে টিকা নেওয়া ১ হাজার ৭৬৬ জনের মধ্যে নগরীতে ১ হাজার ৪০ জন এবং ১৪ উপজেলায় ৭২৬ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে শনিবার চট্টগ্রামের ১৪ উপজেলায় টিকা নেওয়া ৭২৬ জনের মধ্যে লোহাগাড়ায় ২০ জন, রাঙ্গুনিয়ায় ৩৭ জন, ফটিকছড়িতে ৩০ জন, বাঁশখালীতে ৮৮ জন, আনোয়ারায় ১৯ জন, সীতাকুণ্ডে ৩৭ জন, সাতকানিয়ায় ২১০ জন, রাউজানে ৫০ জন, মিরসরাইয়ে ৫৮ জন, চন্দনাইশে ২২ জন, বোয়ালখালীতে ৩০ জন, হাটহাজারীতে ৫০ জন, সন্দ্বীপে ১৮ জন এবং পটিয়ায় ৫৭ জন টিকা গ্রহণ করেন।