সুপ্রভাত ডেস্ক »
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয় দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজের পর্যাপ্ত মজুত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তবে এর একদিন পরেই বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগরীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ ছাড়া অন্য টিকা দান বন্ধ রয়েছে। খবর বাংলাট্রিবিউনের।
এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ‘মডার্নার টিকার মজুত শেষ। প্রয়োগ করার মতো কোনও টিকা আমাদের হাতে নেই। তাই বৃহস্পতিবার থেকে চসিকের সব টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রয়েছে। আজ শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে।’
এতদিন চট্টগ্রামে সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকাদান চলছিল। আর উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।
শুধু সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্রগুলো নয়, সিভিল সার্জন কার্যালয় পরিচালিত জেনারেল হাসপাতালেও মডার্নার টিকা প্রয়োগ বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আজও মডার্নার কিছু টিকা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার থেকে মডার্না এবং সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ভ্যাকসিন আসলে শিগগিরই দ্বিতীয় ডোজ চালু করা হবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা যথারীতি চলবে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এসএমএস পাওয়া সাপেক্ষে সবাই টিকা নিতে পারবেন। যারা এসএমএস পাননি অথবা ডিলিট হয়ে গেছে তারা আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন।’
তবে উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘সিনোফার্মের ৫০ হাজারের মতো টিকা এখনও মজুত আছে। সেগুলো উপজেলা পর্যায়ে প্রয়োগ করা হবে। মজুত টিকা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে এসব টিকা প্রয়োগ করা হবে।’
অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, মডার্নার সামান্য কিছু টিকা ছিল। বৃহস্পতিবার টিকাগুলো দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের পর থেকে নতুন টিকা না পাওয়া পর্যন্ত মডার্নার টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।
চট্টগ্রামে টিকা দেওয়া বন্ধ!
চালু কেবল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ