চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা

সোমবার সকালে চট্টগ্রামে নগরের কাতালগঞ্জ থেকে তোলা ছবি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম মহানগরী ও জেলার সব উপজেলায় গতকাল রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) সকাল চট্টগ্রাম নগরীতে বৃষ্টিপাত অব্যাহত থাকয় অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সতর্ক বার্তায় জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রবিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এছাড়া, জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

জেলাপ্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে নগরীর বহদ্দার হাট, দুই নম্বর গেইট, মেহেদীবাগ, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের কাতালগঞ্জের সড়ক পানিতে তলিয়ে  যাওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের।