আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্’র (মা.জি.আ.) নেতৃত্ব ও সফরসঙ্গীদ্বয় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) এবং সাহেবজাদা আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.)’র অংশগ্রহণে আগামীকাল রোববার বন্দর নগরী চট্টগ্রামে ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরির পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জশ্নে জুলছে সকাল ৮টায় চট্টগ্রাম ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয়ে বিবির হাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ চকবাজার, কেয়ারী মোড় প্যারেড ময়দানের পশ্চিম পার্শ্ব হয়ে চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাসÍগীর স্কুল (ডানে মোড়), শহীদ সাইফুদ্দীন খালেদ রোড, আসকার দিঘী, কাজীর দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়) জিইসি, ২ নম্বর গেট হয়ে পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগè জুলুস ময়দানে দুপুর ১২টায় মাহফিল, নামাজে যোহর এবং নামাজ শেষে দো’য়া ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল শুক্রবার, হুজুর কেবলায়ে আলম ও তাঁর সফরসঙ্গীদ্বয় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানযোগে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মোটর শোভাযাত্রা সহকারে নগরীর ষোলশহর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছেন।
আজ শনিবার হুজর কেবলায়ে আলম’র ইমামতিতে নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা উক্ত খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হবে।
আল্লাহ-রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জনের লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক জশ্নে জুলুছে ও নামাজে জুমাসহ অন্যান্য নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি