১২৩৫ নমুনায় ১৯১ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৬৭ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ২৮৪ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত রোববার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে ১২৩৫ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৯১ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩৮ জন এবং উপজেলায় ৫৩ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪১ হাজার ৪৯ জন এবং উপজেলায় ১০ হাজার ২৩৫ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নগরীতে মারা গেছেন ৪ জন। এ নিয়ে নগরীরে ৪২০ জন এবং উপজেলায় ১৪৭ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৭ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ১৭২ নমুনার মধ্যে ৬ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯০ নমুনায় ৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪১০ নমুনায় ১৩ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ নমুনায় ৩০ জন, ইমপেরিয়ালে ৫১ নমুনায় ১৭ জন, শেভরনে ১৮৩ নমুনায় ১৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯ নমুনায় ৭ জন, আরটিআরএল ল্যাবে ৮৩ নমুনায় ২৯ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৬ নমুনায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।