নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন পাঁচজন। এরমধ্যে নগরীতে দুইজন এবং উপজেলায় তিনজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১২১ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৮৪৮ জন।
রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১১ টি ল্যাবে ২ হাজার ৩০১ নমুনায় আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২১ দশমিক ৬৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ২৭৪ জন এবং উপজেলায় ২২৪ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৬৯ হাজার ৬১২ জন এবং উপজেলায় ২৫ হাজার ২৩৬ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৮৪৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে দুইজন এবং উপজেলায় তিনজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন পাঁচজন। এ নিয়ে নগরীরে ৬৪৮ জন এবং উপজেলায় ৪৭৩ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১২১ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩০ নমুনার মধ্যে ১৪২ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩২২ নমুনায় ১১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২৩ নমুনায় ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৫৪ নমুনায় ৬৩ জন, এন্টিজেন টেস্টে ২০৬ নমুনায় ৪৩ জন, শেভরণে ১৮০ নমুনায় ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৭ নমুনায় ১৫ জন, আরটিআরএল ল্যাবে ১৮ নমুনায় ৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৮ নমুনায় ২৪ জন, এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ নমুনায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।