সুপ্রভাত রিপোর্ট :
চট্টগ্রামে ডা. নুরুল হক নামে আরও এক করোনায় চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. সেলিম এ তথ্য জানিয়েছেন। ডা. নুরুল হক ওই হাসপাতালেই সিনিয়র আবাসিক মেডিক্যাল অফিসার ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৫ চিকিৎসকের মৃত্যু হলো। সর্বশেষ গত ১৪ জুন শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ডা. সাদেকুর রহমান মারা যান।
বুধবার ভোররাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আইসিইউতে কর্মরত ছিলেন নুরুল হক।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার নুরুল হকের শরীরে জ্বর আসে। রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন স্যুাচুরেশন না বাড়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়।
ডা. নুরুল হক কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।