নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত পাঁচদিন আগে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিমের করোনা শনাক্ত হয়। তিনি বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামে সংগঠনটির করোনা সেলের প্রধান ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি বলেন, ‘ডা. এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্টগ্রামের প্রথম ডাক্তার। তবে তিনি এক মাস আগে থেকে ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন। সর্বশেষ পাঁচদিন আগে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকেই তাকে চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার পথে মারা যান।’
তিনি বলেন, ‘ডা. এহসানুল করিম মেরিন সিটি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে প্রায় ৬০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে চিকিৎকরা একে একে যখন হাসপাতালে ও চেম্বারে সেবা বন্ধ রেখেছেন, তখন মানবতার এই ফেরিওয়ালা চেম্বার খোলা রেখে রোগীদের সেবা দিয়ে আসছিলেন।
এ মুহূর্তের সংবাদ
				

















































