কম নমুনায় শনাক্ত কম
নিজস্ব প্রতিবেদক <<
চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণের সংখ্যা। পাশাপাশি বাড়ছেও মৃত্যুর সংখ্যা। করোনায় প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড দেখছে চট্টগ্রামবাসী। গত ১১ এপ্রিল একদিনেই সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ৫৬ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪৫ জন। মৃত্যুর পাশাপাশি বেড়েছে সংক্রমণের হার। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৩০৫ জন। সংক্রমণের হার ২৬ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৩৮০ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের ৫ টি ল্যাবে ১১৪২ নমুনায় আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। আক্রান্তদের মধ্যে নগরীতে ২৭১ জন এবং উপজেলায় ৩০৫ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৩৭ হাজার ২১৫ জন এবং উপজেলায় ৯ হাজার ১৬৫ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনায় মারা গেছেন ৮ জন। এ নিয়ে নগরীতে ৩২৯ জন এবং উপজেলায় ১১৬ জনসহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪৫ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৪৬৩ নমুনার মধ্যে ৯০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ নমুনায় ২২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১১৯ নমুনায় ৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৫৭ নমুনায় ২৩ জন এবং শেভরনে ৪৫৯ নমুনায় ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।