নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম আয়কর বিভাগের উদ্যোগে ‘আয়কর তথ্যসেবা মাস’ এর উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামস্থ চারটি কর অঞ্চলের ৮৮টি সার্কেলে বুথ বসিয়ে মেলার আদলে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর তথ্যসেবা দেয়া হবে।
গতকাল সকাল ১১টায় নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পিএইচপি ভবনের নিচতলায় ‘আয়কর তথ্যসেবা মাস’ কার্যক্রম উদ্বোধন করেন কর অঞ্চল ১ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার। কর অঞ্চল ৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন ফিতা কেটে এবং কর অঞ্চল ২ এর কমিশনার ড. মো. সামছুল আরেফিন, কর অঞ্চল ৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, চট্টগ্রাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি নুর হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ ইফতেখার, রূপালী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রধান শান্তির পায়রা উড়িয়ে এ সেবা কার্যক্রমের সূচনা করেন।
কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার বলেন, সম্মানিত করদাতাদের সেবা দিতে আমরা প্রস্তুত। রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র দিব। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেলসহ দেশের উন্নয়নে করদাতাদের করের অবদান রয়েছে। নগরের পাশাপাশি ছয় উপজেলায় করসেবা দেওয়া হবে, নির্বিঘ্নে যাতে কর দিতে পারেন। এ বছর নতুন আইনে কিছু পরিবর্তন এসেছে। তাই ৩০ নভেম্বরের মধ্য কর কার্যালয়ে এসে রিটার্ন দিলে সুবিধা হবে।
নতুন আইনে রিটার্ন দাখিলের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, রূপালী ব্যাংক লিমিটেডের অটোমেটেড চালান বুথসহ বিভিন্ন সেবা রয়েছে এক ছাদের নিচে। ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর বিষয়ক তথ্য ও সেবা পাবেন করদাতারা।
চট্টগ্রামের চারটি কর অঞ্চলে প্রথম দিন মোট রিটার্ন দাখিল হয়েছে ২৫০২টি। মোট রাজস্বের পরিমাণ ৬৭ লাখ ১৪ হাজার ৩৪৪ টাকা।
আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধিসহ আরো নিবিড়ভাবে করসেবা প্রদান সহজীকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২০ সালে প্রথম বারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। করসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।