চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন

সুপ্রভাত ডেস্ক »

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম বিভাগের পরিচালক রিজিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবীর, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সিরাজুল ইসলাম এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। এরপর দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক সুবেল আহমেদ দুর্নীতি দমন কমিশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং সামাজিক ও নৈতিক পরিবর্তনের মাধ্যমেও প্রতিরোধ করতে হবে। প্রযুক্তির ব্যবহার, ধর্মীয় অনুশাসন মেনে চলা, পারিবারিক শিক্ষা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।