চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫২

সুপ্রভাত ডেস্ক »

নগরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সালাউদ্দিন (৩১), মনির হোসেন (৩৯), রাজ্জাক (৩০), আবু সুফিয়ান (৪৫), জাহাঙ্গীর আলম (৩৬),  রুবেল (২৮), মনসুর (১৯), মাহবুবুর রহমান মাবুদ (৪৮), সুমন হোসেন (১৯),  রাব্বি প্রকাশ জীবন (১৯), পাহাড়তলী থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইমরুল কায়েস রাকিব (২৬), গোপাল সেন (৫১), মো. বোরহান উদ্দিন (১৯), মো. হৃদয় (২১), মো. আকাশ (২২), মো. সাজ্জাদ (২০), মো. ইসমাইল হোসেন প্রকাশ বোতল রনি (২৩), মো. মনি ইসলাম পিকু (২৯), মকসুদ (২২), তোহিদুল ইসলাম তৌহিদ (১৯), আনিস (২০), মো. ইয়াছিন  কালু (৩৫), শাহাদাৎ (৪৪), মো. জানে আলম (২৯), মো. আজম মিয়া (৩০), মো. আরিফুল ইসলাম  আরিফ (৩২), জোসনা বেগমপ্রঃ ঝুনু (৩৯), মোহাম্মদ ওমর ফারুক (২৮), চাঁনবানু (২৪), মো. শেখ পলাশ (৩৬), মো. হাসান (২৮), মো. খোকন প্রকাশ শাহীন (৪৫), চরপাথরঘাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দুলাল (৫০), মো. আবুল বশর (৩৫), মো. কায়সার (৩৫), মো. রাসেল (২০), রিয়াজ (১৯), মো. হৃদয় (২০), মো. নাজিম (২০), মো. কায়সার হোসেন সোবহান (২৩), মো. রিপাত হোসেন (২২), মো. আব্দুল কাদের (৩২), মো. ইসমাইল (২৬), মো. ফরহাদ (২৬), মোহাম্মদ মিয়া (২৫), বিপ্লব দাশ (৩০), মো. আলমগীর (২৮), মো. নূরে আলম (২১), মো. সাব্বির (২০), সিরাজুল মোস্তফা সিয়াম (১৯), মো. রেজাউল করিম (২০) ও ওয়াহিদ কামাল শান্ত প্র. রিয়াদ (২৩) ।

বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।