প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নগরের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করা হয়েছে। যাদেরকে সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, ইয়াবা পাচারকারী ও বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আসামী হিসেবে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া তাদের অনেকেই অনিবন্ধিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের নাম দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা, ব্ল‍্যাক মেইল এর মাধ্যমে সাংবাদিক সমাজকে কলঙ্কিত করে চলেছে।

মামলা প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়দুল হক বলেন,‘চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’