বাংলাদেশে আগত যুক্তরাজ্য নৌ-বাহিনীর রাজকীয় যুদ্ধ জাহাজ এইচ.এম.এস কেন্টের কমান্ডিং অফিসার কমান্ডার ম্যাট সাইকস ও যুক্তরাজ্যের বাংলাদেশস্থ দূতাবাসের প্রতিনিধি দলকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী নগর ভবনে স্বাগত জানান চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম।
তিনি অতিথিদের উদ্দেশে বলেন, চট্টগ্রামের সাথে ব্রিটিশ রাজন্যবর্গ ও জনগণের ঐতিহাসিক ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। ব্রিটিশ শাসনামলে এখানে সে দেশের বহু সম্মানিত নাগরিক এখানে পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
তারা শিক্ষাসহ বিভিন্ন সেবামূূলক কার্যক্রমে সমাজকে আলোকিত করেছেন। নগরীর বিভিন্ন অনেকগুলো নান্দনিক ভিক্টোরিয়ান স্থাপনা ও খ্রীস্টিয় উপাসনালয়গুলো চট্টগ্রামের শ্রীবৃদ্ধি করেছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ বৃটিশ আর্মি ডিফেন্স এ্যাডভাইজার ল্যাফটেনেন্ট কর্নেল এলান হিনটন, বাংলাদেশ নৌ-বাহিনীর ল্যাফটেনেন্ট কমান্ডার মো. নাহিদ, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর